খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে গোপিনাথ ত্রিপুরা নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার(২৯ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানায় পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, ভুক্তভোগী কিশোরী বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইলে টাকা রিচার্জ শেষে দোকান থেকে বাসা ফিরছিল। এ সময় গোপিনাথ ত্রিপুরা নামে এক যুবক কিশোরী মুখ ও চোখ চেপে ধরে ৫ মাইল যৌথ খামারের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।
এ সময় মেয়েটি বাধা দিলে ঐ কিশোরীর গলায় চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে মেয়েটি অজ্ঞান হয়ে পরলে মারা গেছে মনে ধর্ষক পালিয়ে যায়। মেয়েটিকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ঐ কিশোরী হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছে।
এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা রুজু করা হয়।
ওসি আরও জানান, ঘটনার পরদিন গোপিনাথ ত্রিপুরাকে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া থেকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের অভিযোগে আটক গোপিনাথ একই এলাকার অলদ মোহন ত্রিপুরার ছেলে। গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মন্তব্য নেওয়া বন্ধ।