পার্বত্য জেলা খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে তৃতীয়বারের মতো জিতে জয়ের হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
৭ জানুয়ারি (রোববার) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদ্দুজ্জামান।
কুজেন্দ্র লাল ত্রিপুরার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল) পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট।
পর্বত্য তিন জেলাতেই নৌকা বিজয়ী হয়েছে। বান্দবারে বীর বাহাদুর টানা ৭ম বার সাংসদ নির্বাচিত হয়েছেন। রাঙামাটিতে দীপংকর তালুকদার টানা ৪ বার জয়ী হয়েছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।