খাগড়াছড়ির পানছড়িতে যৌথবাহিনির অভিযানে অবৈধ চাঁদা আদায়ে জড়িত এক বৃদ্ধ মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনি পানছড়ি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত বৃদ্ধ পানছড়ি উপজেলার মৃত ডা. মিজানুর রহমানের ছেলে সৈয়দ মাহবুব রহমান (৫৩)।
অভিযানের সময় তার নিকট হতে নগদ এক লক্ষ টাকা ও একাধিক চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, যৌথবাহিনির অভিযানে একজনকে চাঁদাবাজির সময় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।