খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৯

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মাহবুবনগর এলাকায় শান্তি পরিবহনের একটি নৈশকোচ রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার(২৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।