খাগড়াছড়িতে পর্যটনের দুয়ার খুলছে ৫ নভেম্বর

খাগড়াছড়িতে পর্যটকদের জন্য দীর্ঘদিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হচ্ছে। বুধবার(৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা এখন নেই।

এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের জন্য জেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছিল। এই সময়ে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছিল। ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে পর্যটন খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ বিপাকে পড়েন, তাদের জীবিকা বিপর্যস্ত হয়।

নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে, খাগড়াছড়িতে গত ১৯ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ ঘটে। এরপর ১ অক্টোবর একটি শিক্ষক হত্যার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এসব ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।

এদিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পর্যটন খাতের সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে উঠছেন। তারা বলছেন, এবার ব্যবসা পুনরুদ্ধার হবে এবং পর্যটকরা স্বাভাবিকভাবে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খাগড়াছড়ির আগরতলা, সাজেক, লক্ষ্মীছড়া ও দীঘিনালা, পর্বত ও নদীর মনোরম দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

মন্তব্য নেওয়া বন্ধ।