খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে খাগড়াছড়ি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি মুখী একটি মিনি ট্রাক (নং ঢাকা মেট্রো-ন ১৫-৩৪৫৪)মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম মুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব (১৭) মারা যান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা সামসুল হকের পুত্র। একই মোটরসাইকেলে থাকা তারেক (১৮) গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের পুত্র।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক পালিয়ে যান।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে সব আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।