খাগড়াছড়ি-রাঙামাটিতে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু

সাম্প্রতিক খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) জেলার দীঘিনালার লারমা স্কয়ার পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।

ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ের মধ্যদিয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু করা হয়।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, খাগড়াছড়ি সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদসহ তদন্ত কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা আগুনে পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ঘটনা সম্পর্কে অবহিত হন। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার অনুরোধ জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ, সুধীজনের মতামত, ঘটনার ভিডিও ও পত্রপত্রিকার রিপোর্ট দেখে ঘটনার কারণ উদঘাটন করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গঠিত এই তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় চারজন নিহত ও বহু লোক আহত হন।

মন্তব্য নেওয়া বন্ধ।