খাগড়াছড়ি জেলা পরিষদের ভবন ধসে শ্রমিক নিহত

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাজ্জাদ হোসেন(২২)। তিনি সদর উপজেলার সবুজবাগ এলাকার আমিনুল ইসলামের ছেলে। শ্রমিকের কাজ করে তিনি পড়াশোনার খরচ যোগাতেন বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, জেলা পরিষদের পুরান ভবনের সামনে নতুন করে ছাদের একটি অংশ বর্ধিত করার কাজ চলছিল। কাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এতে ছাদের ওপরে এবং নিচে থাকা বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন। সেনা সদস্য ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।