খুলশিতে ফিউশন ক্যাফের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

0

চট্টগ্রামের খুলশি এলাকায় একটি ক্যাফের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১ টায় খুলশি থানার হলি ক্রিসেন্ট গলির ফিউশন ক্যাফেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত তিন জনই ফিউসন ক্যাফের কর্মচারী।

আহতরা হলেন, মো. কাশেম (১৭) নূর হোসাইন (২০), মুবিনূল হক (২২)।

ফিউশন ক্যাফের ম্যানেজার মো. গুলজার বলেন, অগ্নিদগ্ধ তিনজনই ফিউসন ক্যাফের কর্মচারী। অজানা কারণে তাদের গায়ে আগুন ধরে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেলে (চমেক) ভর্তি করা হয়েছে। মেডিকেলের ৩৬ নং ওয়ার্ডে তারা চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm