চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলামকে খুলশী থানায় পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমান।
শনিবার (৩ আগস্ট) সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম তাদের পদায়ন আদেশে স্বাক্ষর করেন বলে জানান সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, ‘খুলশী থানার ওসিকে পুলিশ সদরদপ্তরে বদলী করার পর শূন্য হওয়ায় খুলশীর ওসি পদে কবিরুল ইসলামকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে পতেঙ্গা থানার ওসি পদে দায়িত্ব পালন করছেন।
আর পতেঙ্গা থানায় ওসি পদে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমানকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।’
ওসি কবিরুল ইসলাম এর আগে সিএমপির ইপিজেড থানায় ওসি ছিলেন। তারও আগে তিনি পাঁচলাইশ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
সেনা কর্মকর্তার সন্তান ওসি মাহফুজুর রহমানের পড়াশোনা-বেড়ে ওঠা চট্টগ্রামে। সিএমপিতে তিনি কাউন্টার টেরোরিজমে পদায়নের আগে বন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।