খুলশী মার্টে অননুমোদিত প্রসাধনী বিক্রি, জরিমানা

অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের তোপের মুখে পড়লো খুলশী মার্ট।

বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনে নির্বাহী মেজিস্ট্রেট প্রতীক দত্ত বিএসটিআইকে সাথে নিয়ে অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে খুলশী মার্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

এর আগেও ‘গ্রিন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ’ করার ঘোষণা দেওয়ার কুড়ি দিনের মাথায় গ্রাহকের নিরাপত্তা ঝুঁকি এবং নিজেদের কর্মীদের স্বাস্থ্য বিষয়ে উদাসীনতা দেখিয়ে গত ৩ মার্চ চসিকের ভ্রাম্যমান আদালতের তোপের মুখে পড়েছিল খুলশী মার্ট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকল প্রকার অবৈধ, ভেজাল প্রসাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাঁকি দেয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান আরো জোরদার হবে।

বুধবার (২৮ ডিসেম্বর) পৃথক অভিযানে জিইসি মোড় সংলগ্ন কামাল স্টোরকে ৩০ হাজার টাকা, কোন ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রি করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।