‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে’

চট্টগ্রামের আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলায় কর্ণফুলীর শাহমীরপুর ফুটবল একাদশকে ট্রাইবেকারে ২-৩ গোলে হারিয়ে পতেঙ্গা ফুটবল একাডেমি বিজয়ী হয়েছেন।

শনিবার (১ জুলাই) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকায় বন্ধন ক্লাব ও স্পোটিং ক্লাবের যৌথ আয়োজনে মেরিন একাডেমি ফ্রেন্ডশীপ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

খেলা পরিচালনা কমিটির সমন্বয়ক মোরশেদুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা সালাহ উদ্দিন সারো, মোবারক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রমজান আলী প্রমুখ।

প্রধান অতিথি চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। খেলাধুলা মানুষের মনকে সতেজ ও আনন্দে রাখে। মেধা বিকাশের পরিবর্তন ঘটায়। মাদকের কড়ালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য নেওয়া বন্ধ।