খেলাপী ঋণ—মোস্তফা গ্রুপের চেয়ারম্যানসহ ৬ পরিচালকের ৫ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম ভিত্তিক শিল্পগ্রুপ মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, পরিচালক কামাল উদ্দিন, কফিল উদ্দিন, শফিক উদ্দিন ও রফিক উদ্দিনের বিরুদ্ধে পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের অর্থ ঋণ আদালত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

তিনি বলেন, এক্সিম ব্যাংক খাতুনগঞ্জ শাখার অর্থ ঋণ মূল মামলায় (১৭১/২০১৯) ৫৯ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৮১৩ টাকার দাবীতে অর্থজারী মামলা দায়ের করে। মামলার আসামি জসিম উদ্দিন সময়ের আবেদন করলেও তার ছয় ভাই আদালতে উপস্থিত হননি। আদালত জসিম উদ্দিনের সময়ের আবেদন মঞ্জুর করে অপর ছয়জনের বিরুদ্ধে পাঁচ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।