সারা বাংলার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ এর আগস্ট-জুলাইয়ে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা করেছে লংগদু উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বরজিৎ কুমার দে, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর নাছির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিঞা খান, প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং আন্দোলনে চোখ হারানো আমান উল্লাহ সহ ক্ষতিগ্রস্ত অন্যান্য সদস্যরা।
স্মরণ সভায় বক্তরা বলেন, গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে বিভিন্ন দেয়ালে অঙ্কিত গ্রাফিতি স্বৈরশাসকের বিরুদ্ধে জনতার প্রতিবাদের অমর উপাখ্যান। এই গণ-অভ্যুত্থানকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশ প্রেমের ব্রত নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় মোনাজাত করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।