চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনী বোর্ডের তথ্য গণমাধ্যমকে দেওয়া ও বোর্ড চলাকালীন অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিভাগটির সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ আগস্ট) ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ। বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য ও সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে আছেন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কে এম নূর আহমদ বলেন, তদন্ত কমিটি গঠন করার জন্য সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছিল। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।