গার্মেন্টেসের চুরি হওয়া কোটি টাকার কাপড় উদ্ধার করলো পিবিআই—আটক ১০

চট্টগ্রামের পটিয়ায় রপ্তানীমূখি গার্মেন্টস বাকার সন্স গ্রুপের চুরি হওয়া ১৪৮ রোল কাপড়ের ১০১ রোল কাপড় উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ১০জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের বিষয়টি জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাঈমা সুলতানা। তিনি বলেন, পটিয়ার বাকার সন্স গ্রুপের চুরি হওয়া ১৪৮ রোল কাপড়ের মধ্যে ১০১ রোল কাপড় আমরা উদ্ধার করেছি। ১০১ রোল কাপড়ে ১১ হাজার ৯৫৯ গজ কাপড় রয়েছে যার মূল্য কোটি টাকা। এ ঘটনার মূল পরিকল্পনাকারীসহ মোট ১০ জনকে আমরা গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, গত ১৮, ২৩ ও ২৬ আগস্ট বাকার সন্সের পটিয়াস্থ ওয়ার হাউজ থেকে কাপড়ের রোলগুলো চুরি হয়। গভীর রাতে ভারী বৃষ্টিপাতের কারণে ওয়ার হাউজের সিকিউরিটিরা প্রতিষ্ঠানের পিছনের দিকে নজর দিতে পারেননি। যার কারণে চোরের দল সুযোগ পেয়েছিল। আমরা সিসি ক্যামেরা এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ছাড়া তদন্তের মাধ্যমে এই ঘটনার রহস্য উদঘাটন করেছি।

আটককৃতরা হলো—চাঁদপুর হাজিগঞ্জের আব্দুল লতিফের ছেলে আবুল বশর প্রধান (৪৫), পটিয়ার উত্তর হরিনখাইনের ইসহাকের ছেলে ফারুক (৪০) ও তার ছেলে হৃদয় (২০), হাটহাজারীর উত্তর মাদার্শার আব্দুল করিমের :ছেলে মুজিবুল হক (৪৫), রাঙ্গুনিয়ার সরফভাটার আবুল আবছারের ছেলে পারভেজ (২৬), সীতাকুণ্ডের ভাটিয়ারীর সালেহ আহম্মদ মিস্ত্রির ছেলে আবুল কালাল কালু ভান্ডারী (৫২), সীতাকুণ্ডের সোনাইছড়ির বদি আলমের ছেলে আলমগীর (৩৮), একই এলাকার রাজা মিয়ার ছেলে সামছুল আলম (৫৩), হালিশহরের আন্দনীপুর মোতাহের হাওলাদার বাড়ীর মোতাহেরের ছেলে মাসুদ আলম পিচ্ছি মাসুদ (৪৭) এবং পাহাড়তলী ব্যাংক কলোনীর একেএম আহম্মদ উল্লাহ চৌধুরীর ছেলে আরিফুর রহমান চৌধুরী।

এদের মধ্যে বিভিন্ন অপরাধে আরিফুর রহমান চৌধুরীর নামে দুটি, মাসুদ আলম পিচ্ছি মাসুদের নামে ৮টি , আলমগীরের নামের দুটি, সামছুল আলম ও ইউসুফের নামে ৭টি, মুজিবের নামে ৪টি, বশর ও ফারুকের নামে একটি করে মামলা আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।