গৃহস্থালী পণ্যের বদলে এলো আগ্নেয়াস্ত্র

চট্টগ্রাম কাস্টম হাউসের বৈদেশিক ডাকে আসা গৃহস্থালী পণ্যের একটি চালানে মিলল আগ্নেয়াস্ত্র। একটি এইটএমএম ও অপরটি নাইনএমএম পিস্তল, সাথে ৬০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কাস্টমস কর্মকর্তারা গৃহস্থালী পণ্যে কার্টন খুলে এসব অস্ত্র জব্দ করেন বলে জানান কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী। একই চালানে আরও দুটি এইটএমএম সদৃশ খেলনা পিস্তলও ছিল।

কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র আমরা উদ্ধার করেছি। ইটালির রোম থেকে আসা চালানটিতে ড্রিল মেশিন, কাঁচের গ্লাস, সাবান, চকোলেটসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।

কাস্টমসের নথি অনুযায়ী চালানটি ইটালির রোম থেকে রাজীব বড়ুয়া নামের এক বাংলাদেশি প্রবাসী পাঠিয়েছেন। প্রাপকের ঠিকানা লিখা আছে চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তি।

কাস্টমস সূত্রে জানা গেছে, অস্ত্রগুলো তারা পুলিশের কাছে হস্তান্তর করবে এবং ফৌজদারি মামলা করবে।

মন্তব্য নেওয়া বন্ধ।