গোয়ালপাড়ায় রেলের উচ্ছেদ অভিযান, দেড় একর জায়গা উদ্ধার

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের উদ্যোগে কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে এক দশমিক ৫৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল থেকে পরিচালিত অভিযানে ৮০০ সেমিপাকা ঘর, টিনশেড ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়েছে। এতে ঘরে প্রায় তিন হাজার ভাড়াটিয়া ছিল।

এ সময় চিফ এস্টেট অফিসার (পূর্ব) সুজন চৌধুরী, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবুল কালাম আজাদ, বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ সম্পতি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানে চট্টগ্রাম নগর পুলিশের দেড়শ ফোর্স, রেলওয়ে পুলিশের পাঁচ সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিশ সদস্য, রেলওয়ে প্রকৌশল, ইলেকট্রিক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেছেন।

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম বলেন, আজকের উচ্ছেদে এক দশমিক ৫৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে রেলওয়ের সব সম্পত্তি উদ্ধার করা হবে।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।