গ্যাস নিতে গিয়ে সিএনজিতে আগুন

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ ঘন্টা না যেতেই আবারও আরেকটি সিএনজি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ নভেম্বর) বিকেলে কর্ণফুলীর মইজ্জ্যেরটেক এলাকার ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে হঠাৎ আগুন ধরে যায় সিএনজি অটোরিকশাটিতে।

ফায়ার সার্ভিস জানায়, গ্যাস নিতে গেলে সিএনজি (অটোরিকশার) আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাঈদুজ্জামান বলেন, ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে সিএনজিতে আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরআগে গত শনিবার দুপুরে কর্ণফুলী থানার সামনে একটি চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

মন্তব্য নেওয়া বন্ধ।