গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ— অ্যানির পর মারা গেলেন শ্রাবনীও

নগরীর রাহাত্তরপুল এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত হওয়া দুই বোনের কেউ আর বেঁচে নেই। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে মারা যান সামিয়া খালেদ শ্রাবনী (১৮)। তিনি চট্টগ্রাম হাজী মুহম্মদ মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে গতকাল মারা যান তার বড় বোন সাবরিনা খালেদ অ্যানি (২৪)।

নিহত অ্যানি ও শ্রাবনী চন্দনাইশের ফতেহ নগরের আলাউদ্দীনের মেয়ে। দুইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পিতা মো. আলাউদ্দীন।

আরও পড়ুন:
নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই নারী দগ্ধ

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের চতুর্থ তলায় দুপুর ১২টার দিকে গ্যাস বিস্ফোরণের তারা আহত হন। তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন রাতে তাদেরকে ঢাকা নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দীর্ঘ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরপারে চলে গেলেন দুই বোন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।