মিরসরাই উপজেলার সকল অনাবাদি খাসজমিতে বনায়নের মাধ্যমে গ্রীন মিরসরাই গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গড়ে উঠবে সবুজ উদ্যানও। এ জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় দেড় লাখ গাছের চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই মাস ধরে বিভিন্ন ইউনিয়নে খাস জমি ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপন ও চারা বিতরণ কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নে একসাথে ৫০ হাজার চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ, ওষধি ও সৌন্দর্য বর্ধনের গাছ।
জানা গেছে, গাছের চারার মধ্যে রয়েছে আম, কাঁঠাল, তাল, নারকেল, পেয়ারা, জাম, গর্জন, কড়ই, গামারী, ডুবুর, নিম, অর্জুন, বকুল, কৃষ্ণচুড়া, জারুল, সোনালু। প্রতিটি ইউনিয়নের অর্ন্তগত আশ্রয়ণ প্রকল্পে ও আশ্রয়ণ প্রকল্পে নব নির্মিত রাস্তার দুই পাশের, সংশ্লিষ্ট ইউনিয়নের অন্তর্গত গ্রামীণ রাস্তার দুই পাশের, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এবং সরকারি অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপনের জন্য চারা বিতরণ করা হচ্ছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের নির্দেশে করেরহাট ইউনিয়নের সকল খাস জমি, অনাবাদি জমিতে সবুজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সামাজিক সংগঠন, সরকারি ভাতাভোগীরা চারা পাবেন। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে ৫০ হাজার চারা বিতরণ উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পুরো উপজেলায় বিভিন্ন জাতের দেড় লাখ গাছের চারা রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে চারা বিতরণ শুরু হয়েছে। খাস জমি এবং অনাবাদি জমিতে সবুজ উদ্যান গড়ে তোলার লক্ষে বৃক্ষ রোপন চলছে। মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় ৫ হাজার করে ১০ হাজার এবং ১৬টি ইউনিয়নে ৮ হাজার ৭৫০টি করে ১ লাখ ৪০ হাজার ফলজ, বনজ, ওষধি ও সৌন্দর্য বর্ধনের গাছের চারা বিতরণ করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।