২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে লংগদু উপজেলা সদরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে এসে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পন চাকমা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি আব্দুল আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম সহ উপজেলা আওয়ামী লীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তৎকালীন খালেদা-নিজামী জোট সরকারের নীল নকশা অনুযায়ী প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে নারকীয় হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে। বক্তারা এই হামলার তীব্র নিন্দ্বা জানিয়েছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।