নিজের বসতঘরের মধ্যে সুকৌশলে মাটির নিচে লুকিয়ে রেখেছিল দেশীয় চোলাই মদ। সেখান থেকে সেবনকারীরা ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন স্থানে। মদ বিক্রির কাজে রয়েছে স্বামীর সহযোগী তার স্ত্রীও।
শুক্রবার (১১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা মহতপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৩৬ বস্তা ৭২০ লিটার দেশীয় চোলাই মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী ওই এলাকার মদ কারবারি মোহাম্মদ রিটন উদ্দিনে স্ত্রী মোছাম্মৎ শামীমা আকতার (২৫)।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই নারীকে। দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ অবৈধভাবে বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক স্বামী রিটনসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, মাদকাসক্ত ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশকে ধ্বংস করে। সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গঠন আমার লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি বন্ধে প্রশাসনের সহযোগিতা নিয়ে অপরাধ দমনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমার ইউনিয়নে কোনো মাদক কারবারির স্থান হবে না। থানা পুলিশের অভিযানকে সাবু বাদ জানায় এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য নেওয়া বন্ধ।