চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত। ৫.৭ মাত্রা রিখটার স্কেলে ভূকম্পন অনুভূত হয়।

এর আগে, গত ২৮ এপ্রিল (রোববার) বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ৪.৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।

গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৭ মিনিটে ৩.৬ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা।

মন্তব্য নেওয়া বন্ধ।