চট্টগ্রামের ফটিকছড়ি ও লোহাগাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ইসমাইল হোসেনে এবং জেপি দেওয়ানকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম (সংস্থাপন শাখা) স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
এদের মধ্যে মো. ইসমাইল হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেপি দেওয়ান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।