চট্টগ্রামের মেয়ে মুকাররামাহ জিতল বেস্ট ডিপ্লোম্যাটস আউটস্ট্যান্ডিং নেগোশিয়েটর অ্যাওয়ার্ড

বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করে ১৩ বছর বয়সী মুকাররামাহ আবিদাহ সিদ্দিকাহ অর্জন করল ‘বেস্ট ডিপ্লোম্যাটস আউটস্ট্যান্ডিং নেগোশিয়েটর অ্যাওয়ার্ড’। গত ১০ থেকে ১৩ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে নিজেকে তুলে ধরেছে বাংলাদেশি এ প্রতিনিধি। সে চট্টগ্রামের স্বনামধন্য ফ্লোবেল একাডেমির ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে।

জানা গেছে, এই কনফারেন্সে ‘পরিবেশগত প্রভাব প্রশমিত করা এবং পর্যটন শিল্পের মধ্যে স্থায়ী অগ্রগতি’ বিষয়ে আলোচনার জন্য ৩৮টি দেশ এবং বিশ্বের প্রায় ১০০ জন অংশগ্রহণ করে মুকাররামাহ আবিদাহ পুরস্কৃত হল। বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে সে এ পুরস্কার পেয়েছে। শুধু তাই নয়, সেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মুকাররামাহ আবিদাহ সিদ্দিকাহসহ কয়েকজন।

মুকাররামাহর শুভাকাঙক্ষী-সুহৃদরা বলেন, বিশ্বব্যাপী দর্শকদের সামনে তার ব্যতিক্রমী উপস্থাপনা এবং আলোচনার দক্ষতা তাকে এ পুরস্কার এনে দিয়েছে। মুকাররামাহর অসাধারণ কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত প্রতিভাই তুলে ধরে না, বরং বাংলাদেশ ও বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বিশ্বব্যাপী দর্শকদের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং এত অল্প বয়সে একটি আন্তর্জাতিক ফোরামে নিজেকে উপস্থাপন করা তার নিষ্ঠা এবং অসাধারণ দক্ষতার প্রমাণ।

মুকাররামাহ আবিদাহ সিদ্দিকাহর এ অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বেস্ট ডিপ্লোম্যাট ডিরেক্টরেট জেনারেল ফাওয়াদ আলি লাঙ্গাহ।

মন্তব্য নেওয়া বন্ধ।