চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আলী আকবর ওরফে ঢাকাইয়্যা আকবর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তাকে অস্ত্রসহ লক্ষ্মীপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএমপির বায়েজিদ থানার একটি টিম লক্ষ্মীপুরে অবস্থান করছে বলে জানা গেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন সিএমপির বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।
ওসি বায়েজিদ ফেরদৌস জাহান বলেন, সন্ত্রাসী আকবরকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পুলিশ লক্ষ্মীপুরে গ্রেপ্তার করেছে। ওখানে আমাদের টিম অবস্থান করছে। লক্ষ্মীপুরে পুলিশ সংবাদ সম্মেলন করবে। এরপর বায়েজিদে থানায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সন্ত্রাসী ঢাকাইয়া আকবর সর্বশেষ এক প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে বোমা হামলা করে কারাভোগের পর গত বছর ৪ সেপ্টেম্বর জামিনে বেরিয়ে এসে আগের মতই অপরাধকর্মে জড়িয়ে পড়ে বলে ভুক্তভোগীদের দাবী।
আলী আকবর প্রকাশ ঢাকাই আকবরের নামে সিএমপির বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।
কেউ নতুন বাড়ি নির্মাণ করতে গেলে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে গেলে আকবর চাঁদা দাবী করতো।
মন্তব্য নেওয়া বন্ধ।