চট্টগ্রামের ১৫ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পেলো ১৪১ চিকিৎসক

চট্টগ্রামের ১৫ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পদায়ন করা হয়েছে ১৪১ জন চিকিৎসক। চিকিৎসকরা সবাই ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ হোসেন চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১৬ জন, সন্দ্বীপ, সীতাকুন্ড, রাউজান ও হাটহাজারী উপজেলায় ১১ জন করে, ফটিকছড়ি, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় ১০ জন করে, রাঙ্গুনিয়া ও পটিয়ায় ৮ জন করে, মিরসরাই, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও কর্ণফুলীতে ৭ জন করে বিসিএস ক্যাডার চিকিৎসককে নিয়োগ দিয়েছেন সরকার।

উল্লেখ্য, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার।

আইএইচ/এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।