চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। সোমবার নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে কেন্দ্রে। তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে।
এদিকে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে রাউজানসহ ৪ উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন হচ্ছে না। এছাড়া রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিন উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা রয়েছেন।
তিন উপজেলায় মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি এবং ভোট কক্ষের সংখ্যা দুই হাজার ৯৯৬টি।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন করে। এছাড়াও পুলিশ, র্যাব এবং আনসার সদস্যরা রয়েছেন। আজ সোমবার সকাল ১০টার মধ্যে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সকল নির্বাচনী সামগ্রী নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবেন। দুর্গম কেন্দ্রগুলো ছাড়া অবশিষ্ট ৯৫ ভাগ ভোট কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।
এর আগে, গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আগামী ২৯ মে চট্টগ্রামের চার উপজেলা আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।