চট্টগ্রামের পাহাড়তলী-খুলশী এলাকার চার মহিলা মাদক কারবরি পাহাড় থেকে চোলাই মদ সংগ্রহ করতে গিয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ জব্দ করা হয়।
আসামীরা হলো- চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর স্ক্যাপ কলোনীর (রেল গেইট) মঈনুদ্দীনের স্ত্রী আয়েশা বেগম (২৭), একই এলাকার মনির হোসেনের স্ত্রী শিরিন বেগম (২৩), এবং আজিজুল হকের স্ত্রী আনোয়ারা বেগম (৫৪)। অপরজন খুলশী থানার আমবাগান ঝাউতলার ইউসুফ স্কুলের পিছনে বাসিন্দা সাদা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার (২৪)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন জানান, ৪ জন মহিলা বিশেষ কায়দায় চোলাইমদ বহন করে নিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
রোববার দুপুরে মগবান ইউপিস্থ বড়াধম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আসামীদের নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।