চট্টগ্রামে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ১৪ বছর ধরে পলাতক থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ওসমান গণি (৪০)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

র‍্যাব-৭ জানায়, সীতাকুণ্ড থানায় দায়ের করা এক অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান শনাক্তের চেষ্টা করছিল। অবশেষে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর ওসমান গণিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরও ওসমান গণি পরিচয় গোপন রেখে এলাকাতেই আত্মগোপনে ছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।