চট্টগ্রামে আইনজীবী নিহতের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৩০

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জনসহ অন্তত ৩০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে এ ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আদালতপাড়া থেকে আইনজীবী সাইফুল ইসলামকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবীরা এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন।

আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন, সাইফুল আদালত ভবন থেকে নামার পর চিন্ময়ের অনুসারীরা তাকে টেনেহিঁচড়ে বান্ডেল রোডে রঙ্গম সিনেমা হলের সামনে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম খুনের ঘটনায় মঙ্গলবার রাতভর যৌথ বাহিনীর অভিযান ৩০ জনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে। মঙ্গলবার আদালতপাড়ায় তাণ্ডব এবং আইনজীবী নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হবে। মামলা করার প্রস্তুতি চলছে। এর মধ্যে একটি আইনজীবীকে হত্যা ও আরেকটা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা।’

মন্তব্য নেওয়া বন্ধ।