চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়েছে। এতে আহত হয়ে দুপর সাড়ে ১২টা পর্য়ন্ত ২২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবী আহতের সংখ্যা আরও বেশী। তাদের একটা অংশ নগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলে বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজ এলাকা থেকে গুলি চালানো হয়। এই সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এরপর আন্দোলনকারীরা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নিলে পুলিশ তাদের উপর গুলি, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও স্থানীয়রা।
চলমান আন্দোলন ও সহিংসতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন।
চমেকে দায়িত্বরত পুলিশ সূত্রে জানা গেছে দুপুর সাড়ে ১২টা পর্য়ন্ত ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- মোঃ আলাউদ্দিন (২৬), সোহরাব হোসেন (২২), ফয়সাল (২৫), আশরাফুল (৩০), জাহাঙ্গীর (২৬), সৌরভ (২২), মনির (২২), চিশতী (২৮), তাহমিন (১৯), শান্ত ইসলাম (২২), মাঈনউদ্দিন (২৪), ও কাওছার হোসেন (২৪), ১৩) মাহবুব হোসেন (২৪), মোঃমারফ (২৭), এহসান উল্যাহ (২৮), শাহীন (২৪), মোঃশাহীন (২৬), শাকিব উদ্দিন (২৩), আদিল (২৫), রিদোয়ান (২৪), সাকিব উদ্দিন (২৩), ফারুক (২০)।
একটি ভিডিওতে দেখা যায়, সিটি কলেজ রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পেছন থেকে গুলি ছুড়ছে হেলমেট পরা এক লোক। তার পাশে থাকা আরেকজনকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়।
মন্তব্য নেওয়া বন্ধ।