চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৩০জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ১৪৫ জনের করোনা শনাক্ত হলো।
সূত্রটি জানায়, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ন্যাশনাল হাসপাতালে একজন, শেভরন ডায়াগনস্টিকে সাতজন এবং এপিক হেলথকেয়ারে একজনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে চলতি জুনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।
চলতি মাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামে এক নারী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭২ জন নারী, ৭২ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।