চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। এ সময় মারা গেছেন একজন। শনিবার (৮ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন করে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে ৭৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। ডেঙ্গু চিকিৎসার জন্য পদক্ষেপ নিতে জেলা ও উপজেলার সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি মশা নিধনের জন্য সিটি কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।