চট্টগ্রামের আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) মাঝিরঘাট এলাকায় পরৈকোড়া ইউনিয়ন সমিতির উদ্যোগে বাদশা আমেনা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এই মেধাবৃত্তির কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সমিতির কার্যকরী পরিষদের সদস্য এবং ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পরৈকোড়া ইউনিয়ন সমিতির সভাপতি লায়ন সুজিত কুমার দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং এতদঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মেধাবৃত্তির গুরুত্ব এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয।
সভায় বক্তারা বলেন, শিক্ষার প্রসার এবং মেধাবীদের সম্মানিত করার এই উদ্যোগ আমাদের সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য ও ইউনিয়নবাসীর একান্ত সহযোগিতার মাধ্যমে সমিতিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।