চট্টগ্রামে আলু-ডিমের বাজারে অভিযান, জরিমানা

ডিম ও আলুর বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে মূল্য তালিকা না থাকা ও পণ্য ক্রয়ের ভাউচার না থাকার অপরাধে মেসার্স মামুন ট্রেডার্সকে ৬ হাজার টাকা, মেসার্স রফরফ বাণিজ্যালয়কে ৩ হাজার, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়কে ৩ হাজার এবং হাজী আব্দুল হামিদ সওদাগরের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

প্রসঙ্গত, সরকারের বেঁধে দেওয়া দামে আলু খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭ টাকা) হলেও শুক্রবার নগরীর কাঁচাবাজারগুলোতে আলু ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।