চট্টগ্রামের লালদিঘী ময়দানে আগামীকাল অনুষ্ঠিতব্য ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। অথচ অন্তবর্তী সরকার দলনিরপেক্ষ আচরণ না করে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। এটি বাকস্বাধীনতা রুদ্ধ করার সামিল এবং গণতন্ত্রের ওপর আঘাত।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, সমাবেশের অনুমতি না দিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং মানবাধিকারের পরিপন্থী নীতি অনুসরণ করছে। তারা আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত সংবিধান লঙ্ঘনের শামিল এবং দেশকে স্বৈরতান্ত্রিক শাসনের দিকে ঠেলে দিচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতারা সরকারের প্রতি নিরপেক্ষ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে, জনগণকে মানবতার রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, আমরা জীবনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ ।
মন্তব্য নেওয়া বন্ধ।