চট্টগ্রাম নগরীর উন্মুক্ত নালা ও খালে পড়ে নিখোঁজের পর নিহতের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। গত ৯ জুন এক শিশুর মরদেহ উদ্ধারের পর এবার আরও ২ শিশু খালে পড়ে নিখোঁজ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নগরীর ফিশারিঘাট এলাকায় খালে পড়ে নিখোঁজ হন এই দুই শিশু। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকাল ৫টার সময় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এখনও পর্যন্ত তাদের হদিস মেলেনি।
স্থানীয়রা জানান, দুই শিশু গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে যায়। পরে সেও পানির স্রোতে ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন।
ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, ফিশারিঘাটে খালে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে। আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি।
এর আগে, গত ২৭ মে বিকালে নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ শুটকি পল্লীর কলাবাগিচা খালে পড়ে মৃত্যু হয় আজিজুল হাকিম ইমন নামে ২৭ বছরের এক যুবকের।
প্রসঙ্গত, চট্টগ্রামে খাল ও নালায় পড়ে গত এক যুগে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের খোঁজ এখনো মেলেনি। আহত হয়েছেন অনেকে।
মন্তব্য নেওয়া বন্ধ।