চট্টগ্রামে একদিনে ৩৫ জনের করোনা, নগরেই ৩৩

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের দেহে পাওয়া গেছে করোনার বিষ। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৩ জন নগরের এবং দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় ইপিক হেলথ কেয়ার ল্যাবে সর্বোচ্চ ৮ জন, শেভরনে ৭ জন, ইমপেরিয়ালে ৫ জন, বিআইটিআইডি ও আরটিআরএল-এ ৪ জন করে, চমেকে ৩ জন, এবং মেডিকেল সেন্টার ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন করে করোনা রোগী শনাক্ত হয়।

টানা ২১ দিন করোনা আক্রান্ত হয়ে প্রাণহানি না ঘটায় কিছুটা স্বস্তি থাকলেও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৭১৬ জনে। নগরে আক্রান্ত ৭৪ হাজার ৩৩৩ জন, বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৩৮৩ জন।

জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের। নগরে ৭২৩ জন, গ্রামে ৬০৯ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।