চট্টগ্রামে এক চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন

চট্টগ্রামে এক ট্রাকচালকের ছুরিকাঘাতে আরেক ট্রাকচালক নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত চালককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে শনিবার (১১ অক্টোবর) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরের সদরঘাট জেটি গেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক হলেন সজীব চন্দ্র নাথ (৩০)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। গ্রেপ্তার ট্রাকচালক ইউসুফ হোসেন বিজয়ের (২৪) গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, একটি প্রতিষ্ঠানের আমদানি করা স্ক্র্যাপ বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটি গেটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। ওই সময় জেটিতে কে আগে প্রবেশ করবে সেই সিরিয়াল পাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এ সময় বিজয় সজীবকে বুকে ছুরিকাঘাত করে। ঘটনার পর অন্যান্য চালকরা সজীবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে সজীব চন্দ্র নাথ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ইউসুফ হোসেন বিজয়কে গ্রেপ্তার করেছে। আজ বিজয়কে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।