চট্টগ্রামে এনজিও কর্মীকে খুন করে সিলেটে আত্মগোপন, খুনিকে ধরলো র‌্যাব

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চম্পা রানী চাকমা (২৯) নামের এনজিও কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত মো. এনামুল হককে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। এনাম রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার পশ্চিম পাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
এনামকে গ্রেপ্তারের বিষয়ে র‌্যাব-০৭ অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম বেলা ১১টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারিত জানানোর কথা রয়েছে।

এর আগে গত ৫ মার্চ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাটে অবস্থিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের (হোছনাবাদ শাখা) অফিসের নিচে ঋণের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এনামের ছুরিকাঘাতে প্রাণ হারাণ চম্পা রানী চাকমা। তিনি ওই এনজিও শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (লোন) হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।