সারদেশে মাধ্যমিক এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে বিএসবি ফাউন্ডেশন। সংবর্ধনায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা।
শনিবার (৫ আগস্ট) চট্টগ্রামের হালিশহরের বড়পুলস্থ সিটি হল কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই শেষ হয়েছে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রীদের এবং দুপুর আড়াইটা থেকে ছাত্রদের সংবর্ধনা শুরু হবে।
জানা গেছে, বিজ্ঞান শাখা থেকে জিপিএ ৪ এর উপরে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ ৩.২৫ এর বেশি প্রাপ্তরাই অংশ নিতে পারবেন এই সংবর্ধরা অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে প্রবেশ করতে রেজিস্ট্রেশনকৃতদের ক্যামব্রিয়ান কলেজের চট্টগ্রাম ক্যাম্পাস থেকে এন্ট্রি কার্ড নিতে হবে।
সংবর্ধনায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে:
১। দেশে ও বিদেশে উচ্চশিক্ষায় ১০০% পর্যন্ত স্কলারশিপ এর সুযোগ সম্পর্কে জানা।
২। দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ সম্পর্কিত বিষয় জানা।
৩। উচ্চশিক্ষা গ্রহণে বিষয়, বিশ্ববিদ্যালয় এবং দেশ নির্বাচন সম্পর্কে অবহিত হওয়া।
৪। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো জানা।
৫। উচ্চশিক্ষা গ্রহণে কিভাবে আর্থিক প্রস্তুতি/স্ট্যাডি লোন নেওয়া যায় সে সম্পর্কে জানা।
৬। উচ্চশিক্ষার স্বপ্নপূরণে বিএসবি’র মাধ্যমে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ১৫,০০০ শিক্ষার্থী ১০০% স্কলারশিপসহ বিদেশে ভর্তির সুযোগ পাবে
৭। সংবর্ধনায় আগত সকল শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার ভর্তি সম্পর্কিত পরামর্শ ও ভিসা প্রসেস চার্জ সম্পূর্ণ ফ্রি
৮। Canada, USA, UK, Australia, Malaysia তে 11 Grade/ UFP/ High School Diploma/ Certificate & Diploma Program/BD (Baccalaureate Diploma)/ ESL প্রোগ্রামে ভর্তির সুযোগ।
৯।এসএসসিতে A+ প্রাপ্ত শিক্ষার্থীরা ১০০% স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রামে ভর্তি হতে পারবে। ১ বছরের ফাউন্ডেশন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারবে। ফাউন্ডেশন প্রোগ্রামে CGPA 3.5 out of 4 প্রাপ্ত শিক্ষার্থীরা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে ১০০% স্কলারশিপের সুযোগ পাবে।
বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত জানতে যোগাযোগঃ
01720557124
01720557125
মন্তব্য নেওয়া বন্ধ।