চট্টগ্রামে করোনার দাপট অব্যাহত, নগরেই সেঞ্চুরি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরেরই বাসিন্দা ১০১ জন। অপর ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিন ১২টি ল্যাবে দুই হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ২০৩ জনে। আক্রান্তদের মধ্যে ৭৪ হাজার ৭৬৪ জন নগরের বাসিন্দা, ২৮ হাজার ৪৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৩৪ জনের। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি কার্যকরসহ বিভিন্ন সুপারিশ করেছে সংক্রমন রোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি।

মন্তব্য নেওয়া বন্ধ।