চট্টগ্রামে করোনায় কেড়ে নিলো আরও একজনের প্রাণ, শনাক্ত ৩৯৭

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে তিন হাজার ২৪০ জনের নমূনা পরীক্ষা করে ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে ১২ দশমিক ২৫ শতাংশ। পরপর পাঁচদিন মৃত্যুশূন্য থাকায় পর এদিন করোনায় চট্টগ্রামে মারা গেছেন একজন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ২৬৩ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৯৭৩ জন। আক্রান্তদের মধ্যে ৯০ হাজার ২৫৫ জন নগরের বাসিন্দা, ৩৩ হাজার ৭১৮ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬০ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।