আক্রান্তের সংখ্যা এক অংকে (৬) নামার ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে নতুন ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ২৫ শতাংশ।
চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাবরেটরিতে গতকাল ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ২১ জন ও তিন উপজেলার ৪ জন।
উপজেলার ৪ জনের মধ্যে রাঙ্গুনিয়ায় ২ জন এবং রাউজান ও কর্ণফুলীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৩৪৪ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩১৩ জন এবং গ্রামের ৩৫ হাজার ৩১ জন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৬ ও গ্রামের ১ জন পজিটিভ শনাক্ত হন। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭ জনের নমুনায় শহরের ৫ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৯ নমুনার মধ্যে শহরের ৩ ও গ্রামের ২ টিতে জীবাণু চিহ্নিত হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।