চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৩ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে তিনজন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনার কারণে ফুসফুসে সংক্রমণ নিয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিতে যান।

এ ছাড়া শনিবার (১৪ জুন) নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সরকারিভাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে আজ দুজন এবং গতকাল শুক্রবার একজন রোগী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটিকে ইতিমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ২০ শয্যার আইসোলেশন কেন্দ্র ও ৫ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আকরাম হোসেন বলেন, করোনা নিয়ে ইতিমধ্যে তিনজন রোগী ভর্তি হয়েছেন। আরও একজন রোগী আসবেন বলে যোগাযোগ করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।