চট্টগ্রামে করোনা আক্রান্ত ১ জন

চট্টগ্রামে নতুন করে আরও ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। শনিবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিদিনের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

শেভরণ ল্যাবে ১ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ওই নারী নগরের বাসিন্দা। এছাড়া ১৭৫ জনের মধ্যে ৮৬ জন পুরুষ এবং ৮৮ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হওয়া মোট ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।

মন্তব্য নেওয়া বন্ধ।