চট্টগ্রামে করোনা— মৃত্যুশূন্য ৩ দিন, ২৪ ঘন্টায় শনাক্ত ৫৭৪

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুই হাজার ৮৫১ জনের নমূনা পরীক্ষা করে ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিনও করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি। পরপর তিনদিন করোনায় চট্টগ্রাম মৃত্যুশূন্য থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। কারণ ফেব্রুয়ারির প্রথম দিনে ছিল করোনায় তিন জনের মৃত্যু, পরের দিন মারা যান আরও একজন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৪৩৩ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২২ হাজার ৬৮৫ জন। আক্রান্তদের মধ্যে ৮৯ হাজার ৩৭৮ জন নগরের বাসিন্দা, ৩৩ হাজার ৩০৭ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৯ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, জনগণের সচেতনতা এবং সরকারের টিকা ব্যবস্থাপনায় করোনা নিয়ন্ত্রণে থাকবে। আরও সচেতন হলে সংক্রমণও কমবে।

মন্তব্য নেওয়া বন্ধ।