চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১০ শতাংশে ঘুরপাক খাচ্ছে

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুই হাজার ৫২২ জনের নমূনা পরীক্ষা করে ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা শতকরা হিসেবে ৭ দশমিক ১৬ শতাংশ। এদিন করোনায় চট্টগ্রামে কেউ মারা যাননি। এর আগের দিন ছিল ৭ দশমিক ৭৮ শতাংশ। তার আগের দিন ৯ দশমিক ৪৭ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ১৬৯ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, অপর ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ২০৭ জন। আক্রান্তদের মধ্যে ৯১ হাজার ৩৮ জন নগরের বাসিন্দা, ৩৪ হাজার ১৬৯ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬০ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

করোনা শংক্রমনের হার নিম্নমুখী হওয়ায় সরকার ২১ ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাও করছে শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।